পিনাট বাটার বল

পিনাট বাটার ট্রাই করেননি এমন মানুষ খুব কমই আছে। সবার পছন্দের পিনাট বাটার দিয়ে আজকে একটি মজার রেসিপি শেয়ার করছি।
উপাদানঃ
২ কাপ পিনাট বাটার
পছন্দের সুইটনার
৩/৪ কাপ কোকোনাট ফ্লাওয়ার
প্রনালী ঃ
→একটি ট্রে অথবা প্লেটে বেকিং পেপার বিছিয়ে নিতে হবে।
→একটি বড় বাটিতে ৩ টি উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ান খুব বেশি ঘন হয়ে এলে পানি অথবা লিকুইড দুধ দিয়ে একটু পাতলা করতে পারেন।
→হাত দিয়ে ছোট ছোট বল বানিয়ে ট্রে তে দিয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখতে হবে।
ব্যস রেডী হয়ে গেল মজাদার পিনাট বাটার বল। কোন বেকিং ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারবেন।
Related Posts

মিলেট খিচুড়ি রেসিপি: স্বাস্থ্য উপকারিতা ও বিস্তারিত
মিলেট কি? মিলেট বা কংকনাজাতীয় শস্য হলো একটি প্রাচীন সুপারফুড। এটি গ্লুটেন-ফ্রি, উচ্চ আঁশসমৃদ্ধ এবং খনিজে ভরপুর। ভাত বা গমের
Sweet Green Fennel Seeds VS Normal Bitter Fennel Seeds!
🌿 Indian Sweet Green Fennel Seeds: Details & Health Uses ✅ What Are Indian Green Fennel Seeds? Indian green fennel