পিনাট বাটার বল

পিনাট বাটার বল

পিনাট বাটার ট্রাই করেননি এমন মানুষ খুব কমই আছে। সবার পছন্দের পিনাট বাটার দিয়ে আজকে একটি মজার রেসিপি শেয়ার করছি।

উপাদানঃ
২ কাপ পিনাট বাটার
পছন্দের সুইটনার
৩/৪ কাপ কোকোনাট ফ্লাওয়ার

প্রনালী ঃ
→একটি ট্রে অথবা প্লেটে বেকিং পেপার বিছিয়ে নিতে হবে।
→একটি বড় বাটিতে ৩ টি উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ান খুব বেশি ঘন হয়ে এলে পানি অথবা লিকুইড দুধ দিয়ে একটু পাতলা করতে পারেন।
→হাত দিয়ে ছোট ছোট বল বানিয়ে ট্রে তে দিয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখতে হবে।

ব্যস রেডী হয়ে গেল মজাদার পিনাট বাটার বল। কোন বেকিং ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published.

Share the Post:

Related Posts

তৈলাক্ত ত্বক

প্রতিদিনের খাদ্য তালিকার কিছু খাবার গোপনে আপনার ত্বককে করছে তৈলাক্ত। জেনে নিন কি খাবেন কি খাবেন না। OILY SKIN DIET

আপনি তাই যা আপনি খাচ্ছেন। আপনি যে খাবার খান তা আপনার ত্বকের অবস্থা, বিশেষ করে তৈলাক্ত ত্বকের উপর ব্যাপক প্রভাব

Read More
error: Content is protected !!
X
Change