হেলদি ব্রকলি চিকেন স্যুপ

হেলদি ব্রকলি চিকেন স্যুপ

healthy broccoli soup recipe

হেলদি ব্রকলি চিকেন স্যুপ

অসুস্থ কিংবা কম এনার্জি!! তাহলে এই স্যুপটি আজই ট্রাই করুন। শরীরের শক্তি বাড়ানো সহ অসংখ্য উপকার করবে ইন শা আল্লাহ।

১টি বড় পেয়াজ কাটা
২টি গাজর কাটা
২টি সেলেরি কাটা
৪টি রসুন কোয়া,
১টি তেজপাতা
১ টেবিল চামচ মিক্সড হার্ব
১ চামচ চিলি ফ্লেক্স
৫ কাপ ব্রকলি স্টিমড
৬ কাপ চিকেন ব্রথ
২ কাপ মিল্ক
২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
২ কাপ শ্রেডেড চিকেন
লবন, গোলমরিচ পাউডার এবং লেবুর রস

সামান্য তেলে পেয়াজ, গাজর, সেলেরি, ব্রকলি দিয়ে কিছুটা ভেজে নিতে হবে। প্রায় ১০ মিনিট ভেজে এতে তেজপাতা, রসুন, মিক্সড হার্ব দিয়ে ভেজে চিকেন ব্রথ, মিল্ক এবং কর্নফ্লাওয়ার দিতে হবে। চিকেন, ব্রকলি দিয়ে চুলার আচ কমিয়ে এতে লবন, লেবুর রস এবং গোলমরিচ গুঁড়া দিয়ে ১৫ মিনিট অল্প আচে রেখে দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published.

Share the Post:

Related Posts

পানিতে ভেজানো বীজ খেলে মিলবে শরীরের হাজারো উপকারিতা

পানিতে ভেজানো বীজ খেলে মিলবে শরীরের হাজারো উপকারিতা। যেনে নিন কোন বীজ কিভাবে খেলে পাওয়া যাবে সর্বোচ্চ উপকারীতা

পানিতে ভিজিয়ে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের বীজ আছে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। প্রতিটি বীজ আলাদাভাবে পুষ্টি উপাদানে সমৃদ্ধ এবং

Read More

হেলদি শস্যগুলো ৬ মাসের শিশুকে কিভাবে খাওয়াবেন। চলুন যেনে নেই ৬ মাসের শিশুকে মাখানা, কিনোয়া, রাগি, মিলেট, সাবু, গম এবং বার্লি খাওয়ানোর সহজ রেসিপি।

৬ মাসের বাচ্চার জন্য খাবার নরম, সহজপাচ্য এবং পুষ্টিকর হওয়া প্রয়োজন। এখানে উল্লেখিত উপাদানগুলো দিয়ে সহজ কিছু রেসিপি দেওয়া হলো:

Read More
error: Content is protected !!
Change