কেন যাবেন ডায়টিশিয়ানের কাছে?

কেন যাবেন ডায়টিশিয়ানের কাছে?

খাবারের জ্ঞান কম বেশী সবারই থাকে। মানুষ বেচে থাকার জন্য খাবার খেয়ে থাকে। কারন, এটা হলেও খাওয়ার সময় মানুষের মাথায় বেচে থাকার চেয়ে, পেট ভরা আর রসনা তৃপ্তির কথাই বেশী গুরুত্ব পায়।খাবার হিসাব করে খাওয়া অনেকেই পারেনা। আপনার যদি কোন শারীরিক সমস্যা থাকে, তবে খাবার কে আপনার প্রয়োজন অনুসারে সাজিয়ে দিতে সাহায্য করবে একজন ডায়টিশিয়ান। যেমন ধরুন, আপনার রক্ত সল্পতা ধরা পরলো। আপনি আপনার জ্ঞান দিয়ে হয়তো আয়রন সমৃদ্ধ খাবার গুলো খাবেন। যেমন গরু, খাসির মাংস, কলিজা, দুধ, ডিম ইত্যাদি। আবার আপনার প্রেশারের ও সমস্যা রয়েছে। এবার ভাবুন রক্ত বাড়াতে এই খাবার কতটুকু খেলে রক্ত বাড়বে কিন্তু প্রেশার কি নিয়ন্ত্রনে থাকবে? সেই হিসাব কি জানেন আপনি? আবার ধরুন আপনার ওজন বেশী সেই সাথে প্রেসার কম। নিজে হয়তো নিজের মত করে খাওয়া কমাচ্ছেন, তাতে ওজন কমবে সাথে প্রেশার ও কমবে। কিছুদিন পর ডায়েট শেষ।

মানুষ সবকিছুতে এখন টেকনোলজির ব্যবহার করে, স্মার্টকার্ড, ডিজিটাল পাসপোর্ট ব্যবহার করে, অনলাইন শপিং করে আরো কতকি। অথচ ডায়েট এর ব্যপারে মানুষ নিজেই সায়েন্স এর প্রয়োগ করে। যা সুস্থ্যতা রক্ষায় বাধাও হতে পারে। সমস্যা না হলে একটু নিয়ম মানলেই মানুষ সুস্থ থাকতে পারে। কিন্তু সমস্যা হলে অবশ্যই সায়েন্স নিজে প্রয়োগ করা থেকে বিরত থাকুন। যোগাযোগ করুন একজন পুষ্টিবিদের সাথে। আপনার শারীরিক চিন্তা ছেড়ে দিন তার উপর। আপনার শরীর ভাল রাখতে আপনার পরিবার, ডাক্তার আর একজন দক্ষ পুষ্টিবিদের বিকল্প কিছু নেই।

Credit- Nutritionist Tamanna Chowdhury

Leave a Comment

Your email address will not be published.

Share the Post:

Related Posts

পানিতে ভেজানো বীজ খেলে মিলবে শরীরের হাজারো উপকারিতা

পানিতে ভেজানো বীজ খেলে মিলবে শরীরের হাজারো উপকারিতা। যেনে নিন কোন বীজ কিভাবে খেলে পাওয়া যাবে সর্বোচ্চ উপকারীতা

পানিতে ভিজিয়ে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের বীজ আছে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। প্রতিটি বীজ আলাদাভাবে পুষ্টি উপাদানে সমৃদ্ধ এবং

Read More

হেলদি শস্যগুলো ৬ মাসের শিশুকে কিভাবে খাওয়াবেন। চলুন যেনে নেই ৬ মাসের শিশুকে মাখানা, কিনোয়া, রাগি, মিলেট, সাবু, গম এবং বার্লি খাওয়ানোর সহজ রেসিপি।

৬ মাসের বাচ্চার জন্য খাবার নরম, সহজপাচ্য এবং পুষ্টিকর হওয়া প্রয়োজন। এখানে উল্লেখিত উপাদানগুলো দিয়ে সহজ কিছু রেসিপি দেওয়া হলো:

Read More
error: Content is protected !!
Change